সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


মুগদায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় পথচারী নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদা টিটিপাড়ায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারী নারী মারা গেছেন।

মঙ্গলবার ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার সরকার জানান, গত রাতে টিটিপাড়া মোড়ে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। তখন দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লা গাড়ি তাকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। নাজমা গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার রাজারচর থাকতেন। স্বামীর নাম আবদুর রহিম মুন্সি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নাজমা বেগমের ছোট ভাই দ্বীন ইসলাম লিটন জানান, দুই মেয়ের মা ছিলেন আমার বোন। থাকতেন গ্রামের বাড়িতে। ৩দিন আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য করে তিনি ঢাকায় এসেছিলেন। গতরাতেই তার বড় মেয়ের মাধ্যমে এ ঘটনা জানতে পারি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ