সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


চালের বাজারে অভিযান, ৪০ হাজার টন অবৈধ মজুদের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চালের বাজারের অস্থিরতা কমাতে রাজধানীসহ সারা দেশে অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালানোর সময় ব্যবসায়ীরা পালিয়ে যান।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, গতকাল ৩২ জেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার ৩২ মেট্রিক টন চালের অবৈধ মজুদের সন্ধান পেয়েছে তারা। এসব ঘটনায় সাত লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতকাল বলেছেন, ছয়টি প্রতিষ্ঠান চাল প্যাকেটজাত করে বিক্রি করার কারণে চালের দাম বাড়ছে। কোনো প্রতিষ্ঠান যাতে প্যাকেটজাত চাল বিক্রি করতে না পারে সে জন্য প্রজ্ঞাপন জারির চিন্তা করছে সরকার।

মন্ত্রিসভার বৈঠকে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালের দাম নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়ার পর গত মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে মজুদদারদের কাছে কত চাল রয়েছে বা প্যাকেটজাত চাল বিক্রিকারী প্রতিষ্ঠানের কাছে কত চাল মজুদ রয়েছে, তার নিশ্চিত কোনো তথ্য নেই সরকারের কাছে। অন্যদিকে মঙ্গল ও বুধবার খাদ্য মন্ত্রণালয় রাজধানীতে বেশ কয়েকটি আড়ত ও পাইকারি দোকানে অভিযান চালিয়ে অবৈধ মজুদের চিত্র পায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ