সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


ভোজ্যতেলের দাম কমতে পারে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সপ্তাহে ভোজ্যতেলের দাম কমতে পারে বলে আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষাপটে দেশের বাজারেও দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আসন্ন ‘জাতীয় চা দিবস (৪ জুন) ২০২২’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনে করা হয়।

টিপু মুনশি বলেন, ‘আগামী সপ্তাহে ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। পর্যালোচনায় বাড়ার সম্ভাবনা কম, তবে মূল্য কিছুটা কমতে পারে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে আমরা ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় বসবো। আমাদের কাছে খবর আছে আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে। পাম অয়েলের দাম ইতোমধ্যে কমেছে। সয়াবিন তেলের দামও কমতির দিকে।’

টিপু মুনশি বলেন, ‘এবারের মূল্য নির্ধারণ গত মাসের দামের ওপর ভিত্তি করে হবে। আজকেও আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমেছে। তবে এর প্রভাব পড়বে এক মাস পর। এখন আমরা যে দামটা নির্ধারণ করব সেটা মে মাসের ল্যান্ডিং কস্টের উপর ভিত্তি করে হবে।’

টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি ১৫ জুন থেকে শুরু হতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, গত ৫ মে সয়াবিন তেলের দাম এক লাফে ৪০ টাকা বাড়িয়ে দেন মিল মালিকরা। ফলে সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী খোলা সয়াবিন তেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ