সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেল অপর ট্রাকের হেলপারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম পৌরশহরের জিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় অপর একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পাশে থাকা আলম মিয়া নামের এক হেলপারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সদর থানা-পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছেন।

সদর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ট্রাকটিকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ