সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন সার্ক মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব এসালা রোয়ান ওয়েরাকুন পাঁচ দিনের সফরে আজ শনিবার (৪ জুন) বাংলাদেশে আসছেন।

জানা গেছে, এ সফরে মহাসচিব এসালা রোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ সার্কের সঙ্গে কীভাবে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সম্পর্ক জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা করা হবে।

তথ্য অনুযায়ী, প্রায় আট বছর পর সার্কের কোনো মহাসচিব ঢাকায় আসছেন। বর্তমান মহাসচিব এসালা রোয়ানের আরও আগেই ঢাকা সফরে আসার কথা থাকলেও করোনা মহামারির কারণে সেটি বিলম্বিত হয়।

শ্রীলঙ্কার কূটনীতিক এসালা রোয়ান ওয়েরাকুন ২০২০ সালে সার্ক মহাসচিবের (১৪তম) দায়িত্ব পান। তার আগে সার্কের মহাসচিব ছিলেন পাকিস্তানের কূটনীতিক আমজাদ হোসেন সিয়াল।

আমজাদ হোসেন তার মেয়াদকালে না আসলেও তার আগে ২০১৪ সালে তৎকালীন সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা ঢাকা সফর করেছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ