আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের সিন্ডিকেটের হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (৪ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আজকে দেশ একটা নীরব দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েকদিনে চাল থেকে শুরু করে সব পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি। আজকের পত্র-পত্রিকায় লেখা হচ্ছে, এটা নজিরবিহীন যে, আমাদের এখানে মূল্যস্ফীতি ঘটেছে। ব্যবসা-বাণিজ্য এখন আওয়ামী সিন্ডিকেটের হাতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এই আওয়ামী লীগ সিন্ডিকেট।
বিএনপির এই নেতা বলেন, সারাদেশের মানুষ সরকারের প্রতি বিক্ষুব্ধ। বর্তমান সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। জনগণের চাওয়া দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। তাহলেই এ সংকট সমাধান সম্ভব।
-এএ