সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


চালের দাম কমতে শুরু করেছে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চালের দাম কমতে শুরু করেছে, তবে কবে কমবে এটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (৫ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, অভিযানে অনেক জায়গায় চাল অবৈধ মজুত পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অবস্থায় বাজারে চালের দামের নিম্নগতি রয়েছে, একেবারে কন্ট্রোল হয়েছে, এ কথা আমি বলব না।

তিনি বলেন, অভিযানের পর মজুত কত আছে, অবৈধ মজুত কত আছে? টোটাল একটা হিসাবের মধ্যে আমরা আসতে পারছি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সুনির্দিষ্টভাবে যেখানে অভিযোগ পাচ্ছি সেখানেই অভিযান চালাচ্ছি। যেখানে অবৈধ মজুত নেই সেখানেও যদি আমরা লোক পাঠাই, তাহলে বাজারে একটা ত্রাসের সৃষ্টি হবে। তারা উৎপাদন বন্ধ করে দেবে। সেদিকেও নজর রাখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ