আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির ও প্রচার সম্পাদক মুফতী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আজ রোববার এক বিবৃতিতে শোক প্রকাশ করেন নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বেদনা জনক। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি যাদের উদাসীনতা ও গাফেলতির কারণে এই নির্মম ঘটনা ঘটেছে উপযুক্ত তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে হবে।
-এএ