আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সংগঠনটি।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।
নেতৃবৃন্দ বলেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতি নির্বাক। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে কোন গাফেলতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আহত ও নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
-এএ