আওয়ার ইসলাম ডেস্ক: চট্রগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ খেলাফ মজলিসের উদ্যোগে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে আ জবাদ আছর দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।
মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, যুব মজলিসের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।
দুআর পুর্ব আলোচনায় মাওলানা ইউসুফ আশরাফ নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
-এটি