রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


এমপি বাহার কেন নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না, জানতে চান হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্বাচনী প্রচারণা না চালানোর বিষয়ে নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে তা কেন অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জাফর আহমেদ ও কাজি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রুল দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। সাঈদ আহেমেদ রাজা বলেন, যেহেতু সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন সরকারি কোনো কর্মকর্তা নন। তিনি নির্বাচনে ভোট দিতে পারেন। তিনি দল করতে পারেন। তাহলে কেন তিনি তার দলের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালতে পারবেন না। সংবিধান তাকে যে কারো পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে অধিকার দিয়েছে।

এমপি যদি তার দলের কারো পক্ষে প্রচারণা চালান, তাহলে তো রাষ্ট্রীয় অনেক সুবিধা ভোগ করবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে প্রাকট্রিস একজন এমপি তার নির্বাচনী এলাকায় গেলে পুলিশ প্রশাসন নিরাপত্তা দেন। কিন্তু আইনগতভাবে তিনি এমন কোনো সুবিধা পান না। এমপি আইন অনুযায়ী যা পাওয়ার অধিকারী নন, তা না দিলেই হয়।

গত ৬ জুন আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। নির্বাচন কমিশন এই চিঠি পাওয়ার পর এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে তার নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দেন। এমপি বাহার নির্বাচন কমিশনের এই চিঠি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। বুধবার শুনানি শেষে হাইকোর্ট এই রুল দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ