আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডের আগুনে দগ্ধ রোগীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে দগ্ধ রোগীদের খোঁজ খবর নেন কাদের।
এ সময় কাদের বলেন, বর্তমানে দেশে স্বজনপ্রীতি চলছে। অযোগ্যদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। এ থেকে আমরা মুক্তি চাই। সীতাকুণ্ডের আগুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। মামলা থেকে ডিপোর মালিক কোন ভাবে এড়িয়ে যেতে পারে না।
তিনি আরও বলেন, সীতাকুণ্ডের আগুনে অনেক মানুষ মারা গেছে। এর মধ্যে ফায়ার ফাইটার রয়েছে। অনেকেই আহত হয়েছে। মানুষের আহাজারিতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। আমাদের কোন কোন কিছুরই নিরাপত্তা নেই। বাড়িতে, গাড়িতে, অফিসে রাস্তায় কোন কিছুতেই নিরাপত্তা নেই।
জিএম কাদের বলেন, দেশে এখন স্বজনপ্রীতি চলছে, দুর্নীতি চলছে সেগুলো দেখার কোন লোক নাই। নিরাপত্তা দাও, স্বাভাবিক জীবনের গ্যারান্টি দাও। আজ এখান থেকে বাসায় যেতে পারবো কিনা সেটারও গ্যারান্টি নাই। দেশে স্বজনপ্রীতি চলছে। যে যেখানে বসার যোগ্যতা নেই, তাকে সেখানেই বসানো হচ্ছে।
জিএম কাদের আরও বলেন, যারা আহত হয়েছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সীতাকুণ্ডের ঘটনায় সাহায্য করতে গিয়ে অনেকেই নির্যাতনের শিকার হয়েছে। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। ডিপোর মালিককে বাদ দিয়ে মামলা করা হয়েছে। মালিক কোন ভাবেই এর দায় এড়াতে পারে না।
-এএ