খাদিজা ইসলাম
সরকারি তিতুমীর কলেজ>
ভয়াবহ বন্যায় চরম ভোগান্তিতে সিলেটবাসী। বন্যায় প্রায় ৯০ ভাগ মানুষ গৃহহীন। আশ্রয়কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, খাদ্য, শুকনো খাবার, প্রয়োজনাদি ওষুধ পত্র। বানভাসিদের কাছে ত্রাণ বিতরণ করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার শালনা ইউনিয়নে আটগা গ্রামের উদ্দেশ্যে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ ট্রাক ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে যায়। শুক্রবার (২৪ জুন) বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, আমাদের উদ্দেশ্য যেসব জায়গায় এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি সেসব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া। দীর্ঘ এক সপ্তাহ যাবত তিতুমীর কলেজ পরিবার থেকে যে অর্থ কালেকশন হয় তাতে প্রাশ ৬০০-৬৫০ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। পরিবারগুলোর মধ্যে পানি, স্যালাইন, শুকনো খাবার, মোমবাতিসহ ১১টি পণ্যের প্যাকেটজাত করেছি।
তিনি আরও জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশে বিভিন্ন দুর্যোগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ মানুষের পাশে ছিল। কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটি ইউনিট বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। আমরা কলেজে বুথ বসিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাজ থেকে সহায়তা তুলেছি। আমাদের দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজে অংশ নিয়েছে।
দেশের সকল স্তরের মানুষ কে সিলেট বাসীদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রলীগ।
-এএ