আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের খ্যাতনামা আলেম ও বুজুর্গ, আধ্যাত্মিক নেতা শাইখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতি শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
শোক বার্তায় তারা বলেন, ইসলামের স্বকীয়তা রক্ষায় এই বুজুর্গের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ইসলামী রীতিনীতি বন্ধের চক্রান্ত প্রতিরোধে আল্লামা শায়খ মাহমুদ আফেন্দীর সাহসী পদক্ষেপ এখনো মুসলমানদের প্রেরণা যোগায়।
শোক বার্তায় জমিয়তের এই দুই নেতা আরো বলেন, তুরস্কের মাটিতে কামাল আতাতুর্ক ঈমান ও ইসলামের বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছিলেন তখন এই রাহবার ঈমানী দৃঢ়তা ও সাহসিকতার যে স্বাক্ষর রেখেছেন তা ইতিহাস হয়ে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাকে জ্বান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।
এনটি