সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

নিষেধাজ্ঞা আসছে গমজাতীয় পণ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গমজাতীয় প্রস্তুত পণ্য (আটা, ময়দা, সুজি) রফতানিতে নিষেধাজ্ঞা আসতে পারে। ইতোমধ্যে যেসব ব্যবসায়ী ভারত থেকে গমজাতীয় পণ্য রফতানির পরিকল্পনা করছেন, তাদেরকে পূর্বানুমতি নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৬ জুলাই) জারি করা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুলাই থেকে রফতানিকারকরা পূর্বানুমতি ব্যতিরেকে গমজাতীয় পণ্য রফতানি করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী গম এবং গমের আটার সরবরাহে ব্যাঘাত ঘটায় দ্রব্যটির দামের ওঠামানা দেখা দিয়েছে। ফলে সম্ভাব্য গুণমান সম্পর্কিত সমস্যা পরিলক্ষিত হয়েছে। তাই ভারত থেকে গমের আটা রফতানির গুণমান বজার রাখা অপরিহার্য।

তবে এ প্রজ্ঞাপন কার্যকর হওয়ার আগে ৬ জুলাইয়ের মধ্যে যেসব পণ্যের জাহাজের লোডিং শুরু হয়েছিল বা প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যে চালানগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছিল, সেগুলো সরবরাহের অনুমতি দেবে ভারত সরকার।

কিন্তু গমের রফতানির ওপর যেমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, গমের আটা এবং সংশ্লিষ্ট পণ্যের রফতানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয়নি। শুধু পণ্যটির রফতানির পরিমাণ কমিয়ে আনা হয়েছে।

ডিজিএফটির বিজ্ঞপ্তি অনুসারে, ময়দা, সুজি ইত্যাদির মতো পণ্যগুলোও এ নির্দেশনার অন্তর্ভুক্ত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ