বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পশু কোরবানি হচ্ছে। ঈদের দিনের মতোই উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করছেন সবাই।

সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ইসলামের বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কোরবানি দিচ্ছেন।

দ্বিতীয় দিনে রাজধানীর রামপুরা, মুগদা, খিলগাঁও ও মগবাজার এলাকাতে অনেককে কোরবানি দিতে দেখা গেছে।

রাজধানীর মালিবাগ এলাকার মাদ্রাসার ছাত্র রাকিবুল হাসান জানান, আজকে সকাল থেকে এখন পর্যন্ত ৩টি গরু ও ২টি ছাগল জবাই করেছেন। গতকাল ১৪টি গরু ও ৩টি ছাগল জবাই করেছিলেন তিনি।

ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহ্বান জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা দেখি অনেকেই ঈদের তৃতীয় দিনে কোরবানির পশু জবাই করে থাকেন। আমরা বিনীতভাবে নিবেদন করছি, তৃতীয় দিনের অপেক্ষায় যাতে কেউ না থাকেন। ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই যেন সবাই কোরবানি সম্পন্ন করেন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ