বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


নামাজে সুতরা দেয়ার পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: একা অথবা জামাতে নামাজ পড়তে সুতরা দেয়ার পদ্ধতি কী? যদি কেউ দুই পাশে দুটি খুঁটি গেড়ে দিয়ে খুঁটিদ্বয়ের ওপর একটি লম্বা লাঠি বা বাঁশ টানিয়ে দেয় তাহলে সুতরা আদায় হবে কি না?

জবাব: একা অথবা জামাতে নামাজ পড়তে সুতরা দেয়ার পদ্ধতি হলো- কমপক্ষে এক হাত লম্বা ও এক আঙুল পরিমান মোটা কোনো জিনিস নামাজীর সামনে অথবা জামাতের নামাজ অবস্থায় ইমামের সামনে স্থাপন করবে। অতএব প্রশ্নে বর্ণিত উভয় পাশের খুঁটির ওপর লম্বা লাঠি বা বাঁশ টানিয়ে দেয়ার দ্বারা সুতরার সুন্নত আদায় হয়ে যাবে।

সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাহ; খণ্ড ১; পৃষ্ঠা- ১০৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ