শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ

‘মেডিকেল শিক্ষার্থীদের ক্যারি অন সিস্টেম পুনর্বহালের দাবি মেনে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল শিক্ষা পদ্ধতিতে নতুন কারিকুলামের অধীনে সিজিপিএ পদ্ধতি চালু করার সাথে বাদ দেয়া হয়েছে ক্যারি অন পদ্ধতি, যা মেডিকেল শিক্ষাব্যবস্থাকে আরও জটিল করে তুলবে। ক্যারি অন সিস্টেমে একজন শিক্ষার্থী প্রথম পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলেও নিজ ব্যাচের সঙ্গে শ্রেণিকার্যক্রম চালিয়ে পরবর্তী শিক্ষাবর্ষে উঠে পূর্বের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো। নতুন শিক্ষাপদ্ধতি চালুর ফলে একজন শিক্ষার্থী তার ব্যাচের সাথে ক্লাস তো করতে পারবেইনা বরং তার একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে নিজ ব্যাচমেটদের থেকে পিছিয়ে পরবে। ক্যারি অন সিস্টেম বাতিলের সিদ্ধান্ত শিক্ষার্থীর মানসিক চাপ বাড়িয়ে শিক্ষার্থীদের হতাশাগ্রস্ত করে তুলবে এবং সিজিপিএ প্রাপ্তির অসুস্থ প্রতিযোগিতার দিকে ধাবিত করবে। বারবার সমালোচিত হবার পরেও কেন এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে তা খতিয়ে দেখা দরকার।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এক যৌথ বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, মেডিকেল শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীকে পরীক্ষায় পাশ করার জন্যও যেমন পড়াশোনা করতে হয় তেমনি করে গবেষণা ও গভীর জ্ঞান অন্বেষণেও পর্যাপ্ত সময় দিতে হয়। কিন্তু নতুন পদ্ধতির বাস্তবায়ন হলে, মেডিকেলের একজন শিক্ষার্থী জ্ঞান অন্বেষণের চেয়েও যেকোন উপায়ে সিজিপিএ বৃদ্ধির দিকে নজর দিবে। যার ফলে অদক্ষ ডাক্তার তৈরির দ্বার উন্মোচিত হবে।

তারা আরও বলেন, পুরোনো পদ্ধতির পরিবর্তে নতুন পদ্ধতি প্রয়োগ করা হয় ভালোর জন্য, কল্যাণের জন্য। কিন্তু সার্বিক দিক বিবেচনায় মেডিকেল শিক্ষাব্যবস্থার নতুন এই পদ্ধতি শিক্ষার্থীদের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশী বয়ে নিয়ে আসবে। মেডিকেল শিক্ষাব্যবস্থার সার্বিক কল্যাণ বিবেচনায় শিক্ষার্থীদের যৌক্তিক সকল দাবী মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিবেন বলে আমরা আশাবাদী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ