বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

নওমুসলিম-দুঃস্থদের ১২ লক্ষ টাকার ত্রাণ দিলো জেলা ইমাম পরিষদ যশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাজী
কুড়িগ্রাম থেকে >

জেলা ইমাম পরিষদ যশোরের উদ্যোগে পঞ্চগড় ও কুড়িগ্রামে প্রায় ৭০০ জন অসহায় নওমুসলিম ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এ কর্মসূচিতে প্রায় ১২ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করে সংস্থাটি।

গত রোববার ও সোমবার (১১ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর) স্থানীয় জনপ্রতিনিধি ও ইমামদের সাথে সমন্বয় করে তারা ত্রাণ বিতরণ করে।

জানা যায়, ১১ সেপ্টেম্বর পঞ্চগড়ের জেলার সদর উপজেলার সোনাচান্দী আদর্শ গ্রাম, ঠাকুরগাঁও জেলার খরমখাঁদীঘি ও পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ত্রান দেয়া হয়। পরদিন ১১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ও কুড়িগ্রাম ভূরুঙ্গামারী খোচাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ত্রাণ দেয়া হয়।

ত্রাণ টিমে থাকা মুফতী তাওহীদুর রহমান জানান, অসহায় নওমুসলিম ও দুস্থ মানুষের তালিকা তৈরি করে ত্রান টোকন দিয়ে ত্রানের নগদ অর্থ প্রদান করি। পঞ্চগড়ে আমরা মোট ২৬৫ জন অসহায় নওমুসলিম ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করি। কুড়িগ্রামের ৪১৯ পরিবারে ত্রাণ পৌছে দেয়া হয়।

এসময় স্পটগুলিতে জেলা ইমাম পরিষদ যশোরের উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন— মাওলানা রুহুল আমিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা কামরুল আনওয়ার নাইম,মাওলানা কামরুজ্জামান,মাওলানা শাওকত আলী,মুফতী আবদুর রহমান এযাযী, মুফতী আমানুল্লাহ কাসেমী,মুফতী অব্দুল হান্নান, মুফতী তাওহীদুর রহমান, মাওলানা আলাউদ্দীন,হাফেজ মাওলানা আব্দুল্লাহ,মুফতী আবু হুরাইরা, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা মুশফিকুর রহমান, মুফতী হাফিজুর রহমান, মাওলানা আজিম প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা ইমাম পরিষদের ২৬ জনের একটি প্রতিনিধি দল পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নানের নেতৃত্বে ত্রাণ কার্যক্রমের উদ্দেশে রওয়ানা হন।

প্রসঙ্গত, গত জুন মাসে সিলেট ও সুনামগঞ্জে বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরণ করে জেলা ইমাম পরিষদ যশোর। এটি তাদের দ্বিতীয় ত্রাণ কার্যক্রম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ