সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

দারুল উলুম দেওবন্দে ছাত্রদের সব ধরণের ব্যবসা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে ছাত্রদের সব ধরণের ব্যবসা কার্যক্রম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ভারতের মাদারেসের দীনিয়ার সংবাদ প্রচার করা পোর্টাল আসরে হাজিরের এক প্রতিবেদনে জানা যায়, দারুল উলুম দেওবন্দের এ নির্দেশনার পর কোনো শিক্ষার্থী যদি ব্যবসার সাথে জড়িত থাকে তাকে নির্দেশ লঙ্ঘনের কারণে বহিষ্কার করা হবে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, কিছু কিছু শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করে, আবার অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে এটা সেটা বিক্রি করে। আবার কোনো কোনো শিক্ষার্থী দারুল উলূমের বাইরে রাস্তায় দোকান বসিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালায়। বিশ্বস্ত সূত্রে এ তথ্য পেয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী বলেন, দারুল উলূম দেওবন্দে ভর্তির উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞান অর্জন করা। এখানে কেউ অন্য উদ্দেশ্য নিয়ে আসলে তাকে বহিস্কার করা হবে। মাদরাসার শিক্ষা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, যদি কোন ছাত্র বাণিজ্য বা পাঠ্য বহির্ভূত বিষয়ে জড়িত থাকে তাহলে তাকে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, মাদরাসার নিয়ম অনুযায়ী যেভাবে ১৫ দিন একটানা অনুপস্থিতিতে বহিষ্কার হয়, একইভাবে অতিরিক্ত অনুপস্থিতির কারণে বহিষ্কার করা হবে। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ