সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বিশ্বে করোনায় আরও প্রায় ৩ লাখ আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও দুই লাখ ৮৭ হাজার ৪২৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ৫৯৩ জন।

রোববার (২ অক্টোবর) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৬ হাজার ৫৯৬ জন আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। মৃত্যু বেশি হয়েছে জাপানে। দেশটিতে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া তাইওয়ানে সংক্রমিত ৪৩ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬৩ জন এবং সংক্রমিত ১০ হাজার ৮৪ জন। জাপানে সংক্রমিত ৩৫ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১০৫ জন। রাশিয়ায় সংক্রমিত ৩৩ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১০৩ জন। ফিলিপাইনে সংক্রমিত ৩ হাজার ৮২২ এবং মারা গেছেন ৩৪ জন। দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ২৬ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ৩৯ জন।

ইতালিতে সংক্রমিত ৩৩ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ৩৮ জন। অস্ট্রিয়ায় মৃত্যু ১১ জন এবং সংক্রমিত ১২ হাজার ২৭৪ জন। চিলিতে মৃত্যু ২৪ জন এবং সংক্রমিত ৩ হাজার ৬১৬ জন। অস্ট্রেলিয়ায় মৃত্যু ১৪ জন এবং সংক্রমিত ৭৯ জন। পোলান্ডে মৃত্যু ২৯ জনের এবং ৩ হাজার ৫৬৮ জন সংক্রমিত হয়েছেন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ