সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

চোরদের সঙ্গে কখনোই আপস নয়: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সমালোচনা করে বলেছেন, ‘হ্যান্ডলারদের’ অবশ্যই বুঝতে হবে যে তিনি কখনোই ‘চোরদের’ সঙ্গে আপস করবেন না।

স্থানীয় সময় শনিবার একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি (শাহবাজ) বিশেষত ‘বড় বুট’ ভালোভাবে পালিশ করেছেন। এ সময় দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার সমালোচনা করে ইমরান তাকে পদত্যাগ করার আহ্বান জানান। পাশাপাশি তার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন ইমরান।

তিনি বলেন, সাম্প্রতিক অডিও ফাঁস প্রমাণ করেছে যে সিইসি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সঙ্গে মিলে ‘(নির্বাচনী) ম্যাচ ফিক্সড’ করেছেন। গত বছরের নির্বাচনী প্রচারণার পর এটি ছিল এই অঞ্চলে ইমরানের প্রথম প্রকাশ্য উপস্থিতি।

ইমরান বলেন, আমি রাজাকে কারাগারে পাঠাতে কোনো চেষ্টা করতে ছাড়ব না। পিটিআই তার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন ইমরান। সিকান্দার সুলতান রাজাকে ‘প্রধান নির্বাচনী জালিয়াতকারী’ বলেও অভিহিত করেন সাবেক প্রধানমন্ত্রী।

দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান কাশ্মীরি যুবকদের তার আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) নেতৃত্বাধীন ফেডারেল সরকার ওই অঞ্চলের জন্য বাজেট কমিয়েছে।

ইমরান বলেন, আমি নিজেকে প্রস্তুত করছি, তাই যখন তোমাকে ডাকব, তখন প্রকৃত স্বাধীনতা আন্দোলনের জন্য প্রস্তুত হও।

পাঁচ বছরের নির্বাসনের পর ফেডারেল অর্থমন্ত্রী ইসহাক দারের প্রত্যাবর্তন সম্পর্কে ইমরান বলেন, তিনি নওয়াজ শরিফকে অর্থ পাচারে সহায়তা করার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন।

ইমরান বলেন, দারের মতো মানুষ যদি চুক্তি করে ফিরে আসতে পারেন, তাহলে ছোটখাটো অপরাধের জন্য কারাগারগুলো দরিদ্র লোকে ভরা কেন? কারাগারের সমস্ত বন্দীকে একটি চুক্তি করে বাড়ি যেতে দেওয়া উচিত।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানাতে চাই। অডিও ফাঁসের কারণেই মানুষ এখন বিশ্বাস করে যে আমার সরকারকে পতনের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করা কূটনৈতিক সংকেতটি বাস্তব ছিল।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ