রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

পেঁপে চাষে সফল রুবেল, মাসে আয় ২ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে পেঁপে চাষে সফল হয়েছেন রুবেল হোসেন নামে এক কৃষক। সুইট লেডি পেঁপের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। উপজেলার মাহামুদপুর ইউনিয়নে রুবেল হোসেনের বাড়ি।

রুবেলের বাগানে প্রায় সব গাছে ধরেছে পেঁপে। প্রত্যেকটি পেঁপের ওজন গড়ে ৫-১০ কেজি। পেঁপে বিক্রি করে বর্তমানে মাসে রুবেলের আয় হচ্ছে ২-৩ লাখ টাকা।

সুইট লেডি জাতের পেঁপে চাষ করে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছেন রুবেল। নিজ এলাকায় গড়ে তুলেছেন আধুনিক কৃষি ফার্ম নামে একটি প্রজেক্ট। সেখানে কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন।

রুবেল বলেন, এ জাতের পেঁপে চাষ করে খুব অল্প সময়ে যেকেউ লাভবান হতে পারবেন।

নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রুবেল হোসেনের এই পেঁপে বাগান দেখে এখন এলাকার অনেকেই উৎসাহী হচ্ছেন। পাশাপাশি বাগানটি নিয়মিত পরিদর্শনসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ