রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

শায়েস্তাগঞ্জ কাশফিয়ান স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুদের মনোরম পারফর্মের মধ্য দিয়ে একদিন আনন্দঘন দিন কাটিয়েছে হবিগঞ্জের শায়েস্তগঞ্জে অবস্থিত কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা।

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। বক্তৃতা, কবিতা আবৃত্তি, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকাল থেকে দুপুর পর্যন্ত।

দুপুরে ছোটদের মধ্যে দৌড় লাফ, ব্যাঙ দৌড়, চামচ-মারবেল খেলায় পারফর্ম করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক, বহুগ্রন্থ প্রণেতা মাসউদুল কাদির।

গত রোববার দুপুরে হবিগঞ্জের শায়েস্তগঞ্জে অবস্থিত কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুলের শিক্ষা প্রধান মুফতী আনোয়ার আমীর, প্রধান হাফেজ মাওলানা আবুল কাশেম।

বিচারকার্য পরিচালনা করেন কাশফিয়ান স্কুলের শিক্ষক মুর্শিদা অক্তার রিমা, রোকশানার আক্তার হ্যাপী, কুলসুমা আক্তার, মোহাম্মদ আবদুল হাকিম, সাবিরা সুলতানা বুশরা প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাশফিয়ান স্কুলের গণিত শিক্ষক সুমি আক্তার। শিক্ষার্থীদের পুরস্কার তুলে দিয়ে মাসউদুল কাদির বলেন, আমরা শিক্ষার্থীদের হৃদয়ে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে চাই। সামনের দিনগুলোতে শিক্ষার্থীরা যেন নিজেদের গড়তে পারে।

বিশ্বমানের আলোকিত মানুষ তৈরির চেষ্টা আমরা সবসময় অব্যাহত রাখতে চাই। কাশফিয়ান স্কুল একযুগ ধরে আলো বিতরণ করছে, সামনেও ইনশাআল্লাহ আরো ভালো করবে।

অভিভাবকদের প্রশংসা করে মাসউদুল কাদির বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, ধৈর্যের সঙ্গে বাচ্চাদের সঙ্গ দিয়েছেন অভিভাবিকাগণ। আপনারা নিজেদের সন্তানদের গড়ে তোলার জন্য এ পরিশ্রম অব্যাহত রাখলে, আগামী বিশ্ব নির্মাণে আমরা সত্যিই সত্যিই অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ