বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১১.৪০ টায় গোরুদ চাট্টির কাছে কেদারনাথ মন্দির থেকে উড্ডয়নের ঠিক পরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৬ তীর্থযাত্রী ও পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।

কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটিতে আগুন ধরার আগে বিকট শব্দ শোনা গেছে এবং ঘটনাস্থল থেকে ধারণকৃত দৃশ্যে প্রচুর ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আমরা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছি।

এদিকে এই ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ