বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির

ক্ষমতা গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লিজ ট্রাস। ক্ষমতা গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বের প্রতিযোগিতায় ঋষি সুনাককে পরাজিত করে গত ৬ সেপ্টেম্বর বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিস ট্রাস।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ব্রিটেনের রাজা চার্লসকে তার পদত্যাগের কথা জানিয়েছেন লিস ট্রাস।

পদত্যাগের বিষয়ে ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া এক বক্তব্যে ট্রাস বলেছেন, আমি বড় অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময়ে ক্ষমতা গ্রহণ করেছি।

তিনি বলেন, দেশকে অনেক দিন ধরে বিভিন্ন ক্ষেত্রে আটকে রাখা হয়েছিল। তিনি পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন।

লিস ট্রাস জানান, তার সরকার জ্বালানি বিল এবং জাতীয় বীমা কমিয়েছে এবং স্বল্প কর উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতির জন্য একটি পরিকল্পনা করেছে। তবে আমি স্বীকার করছি, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার যে প্রতিশ্রুতি তা আর আমি বাস্তবায়ন করতে পারছি না।

এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন ব্রিটেনের অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

লিজ ট্রাস ব্রিটেনের রাজনৈতেক ইতিহাসে সবচেয়ে কম ৪৫ দিনের প্রধানমন্ত্রী ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ