রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

খাগড়াছড়িতে ইসলামী শ্রমিক আন্দোলনের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি।।

ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নব গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) জেলা সদরের আরামবাগস্হ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মুহাম্মদ ইউনুস আহমদের সভাপতিত্বে ও জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেম।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫১ বছর পেরিয়ে গেল ও এখনো শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়নি। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের কারণে দেশ স্বনির্ভর হচ্ছে, ধনিরা বড় শিল্পপতি হচ্ছে। বক্তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য সরকার প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ সভাপতি আব্দুল জব্বার গাজি, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল আরিফিন,জেলা সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌর শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি মুহাম্মদ রবিউল হোসেন জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ