বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

ডেঙ্গু ঠেকাতে বাড়িঘর পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে বাড়িঘর পরিষ্কার রাখতে এবং পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৩১ অক্টোবর) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বৈঠকে ডেঙ্গু নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। ২০১৯ সালে ডেঙ্গু রোগী ছিল ১ লাখ। এবার ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার মানুষ। এরমধ্যে ঢাকায় ২৩ হাজার, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০, সিলেটে ৫৩ জন। এ ছাড়া ডেঙ্গুতে ১৪১ জন মারা গেছেন।

আনোয়ারুল ইসলাম বলেন, সেজন্য মন্ত্রিপরিষদের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীও রিকুয়েস্ট করেছেন, তা হলো সবার বাড়িঘর যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, বিশেষ করে যেন পানি জমতে না পারে।

সচিব আরও বলেন, সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে। বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিমানবন্দর এলাকায় পারলে সপ্তাহে প্রতিদিনই স্প্রে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ