রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

চট্টগ্রামে আল-আমিন সংস্থার তিনদিনব্যাপী তাফসির মাহফিল সফল করতে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আগামী ২৩,২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য তাফসীর মাহফিল সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

গতকাল ১১ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব হাটহাজারী পৌরসভাস্থ মারকাযুত তালীম ওয়াত তারবিয়াহর জামে মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আল-আমিন সংস্থার তাফসীর মাহফিল অন্যান্য আঞ্চলিক মাহফিলের মতো নয়। এটার পরিচিতি, পরিধি ও আয়োজন অনেক ব্যাপক ও ব্যয়বহুল। উত্তর চট্টগ্রামে এটিই সবচেয়ে বৃহৎ তাফসীর মাহফিল।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর আল-আমিন সংস্থা কর্তৃপক্ষ অত্যন্ত সুচারুভাবে মাহফিল আঞ্জাম দিয়ে আসছে। সংস্থা কর্তৃপক্ষ প্রতি বছরই আশপাশের উপজেলার ধর্মীয় সামাজিক সংগঠনগুলো নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে থাকে। আমরা এ ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমরা সকলের প্রতি অনুরোধ করবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রচারণা ও সহযোগিতার মাধ্যমে তাফসীর মাহফিল সফল করার চেষ্টা করুন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা ওমর কাসেমী, মাওলানা আবু আহমদ রাউজান নব জাগরন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ, রাউজান আত-তাওহিদ সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মো. নাছির, নবজাগরণের মাও. সাইফুল্লাহ, মাওলানা আবু দারদা মাসুম, ফটিকছড়ির ইসলাহুল উম্মাহর সাধারণ সম্পাদক মাও. সালামত উল্লাহ, মাও. এরশাদুল আলম মাসুদ, মাও. আবদুল খালেক, হাটহাজারী দোকানদার বাজার ব্যবসায়ী সভাপতি হাজী শাহআলম, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল, কামালপাড়া যুব সংঘের সভাপতি নাছির উদ্দীন, উত্তর মাদার্শা ইসলামী গণপাঠাগারের সভাপতি ডা. মীর ইসমাইল, হাটহাজারী পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. সালাদ্দীন, হাটহাজারী কাচারী রোড বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, আমীর এরশাদ প্লাজার মো. শোয়াইব, মহিউদ্দীন প্রমুখ।

এ ছাড়াও মতবিনিময় সভায় রাউজান থেকে ১০টি, ফটিকছড়ি থেকে ৫টি, রাঙ্গুনিয়া থেকে ৫টির অধিক সংগঠনের প্রতিনিধি এবং হাটহাজারী থেকে প্রায় ২০-২৫ সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ