রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


বশিরুল উলুম সর্দারবাড়ি মাদরাসার নতুন শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মানিকনগর বশিরুল উলুম হাকিমিয়া সর্দার বাড়ি মাদরাসার নতুন শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর করেন ভারতের দারুল উলুম দেওবন্দের হাদিস বিভাগের প্রধান আল্লামা আবদুল্লাহ মারুফী।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাদ জোহর ভিত্তিপ্রস্তর ও দোয়া করেন তিনি।

উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আল্লামা আবদুল্লাহ মারুফী বলেন, যতদিন আলেমগণ কোরআন-হাদিসের খেদমত নিরলসভাবে চালিয়ে যাবেন ততদিন কোন অপশক্তি মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করতে পারবে না। তাই মুসলিম জাতিসত্তার স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে আলেম তৈরির কারখানামাদরাসা প্রতিষ্ঠা ও নির্মাণে এগিয়ে আসতে হবে।

আরও উপস্থিত ছিলেন, বশিরুল উলুম হাকিমিয়া সর্দার বাড়ি মাদরাসার মুহতামিম ও জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী, মুগদা থানা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জল হোসেন, গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, মুগদা থানা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম মাজহারী, মুফতি মিজানুর রহমান নদবী, হাফেজ মাওলানা আব্দুল নূর ও হাফেজ মাওলানা জাকির হোসাইন প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ