বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করবে বিজিবি-বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীমান্ত হত্যা,চোরাচালান ও অনুপ্রবেশ রোধে আবার যৌথ ভাবে কাজ করার ব্যাপারে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ।

এছাড়া আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গীকারও করা হয়েছে এ বৈঠকে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) আয়োজনে বেনাপোল বিওপি সম্মেলন কক্ষে এ পতাকা বৈঠকে অংশ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিজিবি ও বিএসএফ যৌথভাবে এসব কথা জানায়।

এর আগে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে শূন্যরেখায় ফুলেল শুভেচ্ছা জানায় বিজিবি।

পরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেক্টর কমান্ডার রাকেশ কুমার।

এসময় আরও উপস্থিত ছিলেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, লেফটেন্যান্ট
কর্নেল কামরুল আহসান, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন নয় কর্মকর্তা ও বিএসএফের কমান্ডিং অফিসার ত্রিপাঠি, অনুরাগ মানি, অলক কুমারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তা।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ