মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বৈঠকের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ চেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং চলতি সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বৈঠকে সিইসি নির্বাচনের খসড়া তফসিল নিয়ে আসবেন এবং তিনি তার সুবিধাজনক সময় অনুযায়ী তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ও ওই দিন সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে।

আইন অনুযায়ী নির্বাচনের জন্য সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। বরং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের সভা ডাকবেন সিইসি। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন সিইসি। যদি শুধুমাত্র একজন প্রার্থী থাকে তবে সেই বৈঠকেরও প্রয়োজন হবে না।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে তার সঙ্গে সিইসির বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

নির্বাচন কমিশন আইন অনুযায়ী একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে।

এছাড়া ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন, আইনের বাধ্যবাধকতা থাকায় ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে।

আইনের ব্যাখ্যায় তিনি বলেন, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ