শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

রংধনুর কেন্দ্রীয় কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংধনুর কেন্দ্রীয় ১ম কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ ও ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৩ মার্চ শুক্রবার সকাল ১০টায় রংধনুর কেন্দ্রীয় কার্যালয়ে ১ম কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও ২য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদীয়মান উপস্থাপক সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনা ও প্রতিষ্ঠাতা-পরিচালক মাঈনুদ্দীন ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা-পরিচালক, ইসলামী সাংস্কৃতিক সংসদের সভাপতি, সিনিয়র সংগীতশিল্পী হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস স্টার আবৃত্তি পরিষদ এর প্রতিষ্ঠাতা-পরিচালক, বিশিষ্ট আবৃত্তিকার-উপস্থাপক আহমাদ আবু জাফর।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকতা জনাব নাসির উদ্দীন। রংধনুর সিনিয়র শিল্পী ও কর্মশালার নিয়মিত প্রশিক্ষক ক্বারী বাশার মাহমুদ, রবিউল ইসলাম, ক্বারী মাজহারুল ইসলাম, হাফেজ রমজান আলী, ইমাম হোসেন, রিজভী তালুকদার ও এম এম রহমতুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তীর্ণ সদস্যদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে রংধনুর পক্ষ থেকে প্রধান অতিথি ও প্রধান আলোচককে এরাবিক ক্যালিগ্রাফী সম্বলিত নান্দনিক ওয়ালমেট উপহার দেয়া হয়।
এছাড়াও কর্মশালার কোর্স-কো-অর্ডিনেটর হিসেবে সম্মাননা প্রদান করা হয় রংধনুর কেন্দ্রীয় পরিচালক হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ ও সিনিয়র শিল্পী ক্বারী বাশার মাহমুদ কে।

অনুষ্ঠানে কর্মশালায় উত্তীর্ণদের পরিবেশনা ছিলো প্রশংসনীয়। এছাড়াও আবৃত্তিকার আহমাদ আবু জাফরের চমৎকার আবৃত্তি ও রংধনুর শিল্পীদের পরিবেশনায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধান অতিথির দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ