মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ গাজায় সেনা মোতায়েন নিয়ে তুরস্কের বিবৃতি সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তিতে ভোটে লড়তে হবে: পীর সাহেব চরমোনাই উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হবে: উপদেষ্টা মাহফুজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আশেপাশে তামাক বিক্রি বন্ধ করল সৌদি আরব ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে শাহজালালের পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে আগ্নেয়াস্ত্র চুরি সারাদেশে ‍পুলিশের অভিযান, ১ দিনে গ্রেফতার ১৬৪১ নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

কবে দিচ্ছে কওমি শিক্ষাবোর্ড বেফাকের রেজাল্ট ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হয়েছিল ০৩ ফেব্রুয়ারি-২০২৫ থেকে।

পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন দেশের লাখো শিক্ষার্থী। সাধারণত রমজানে প্রকাশিত হয় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। তাই অপেক্ষার পারদ বেড়ে চলছে দিগুণ।

কবে প্রকাশিত হতে পারে বেফাকের রেজাল্ট? এ বিষয়ে জানতে হয় কথা হয় বোর্ডটির একাধিক কর্মকর্তার সঙ্গে।

তারা জানান, ফলাফল প্রকাশের  চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। প্রথম ধাপের নিরীক্ষণ শেষ, এখন চলছে শেষ ধাপের নিরীক্ষণ। রেজাল্টের কাজ সুচারুরূপে করতে রাত-দিন এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২৬-২৭ রমজানের মধ্যেই বেফাকের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এ ক্ষেত্রে সূত্রটি সুনির্দিষ্ট তারিখ বলতে অপারগতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, এ বছর সর্বমোট ৪৯টি জোনের আওতায় শুরু হয় পরীক্ষা।  পরীক্ষায় অংশ নিয়েছে ৫ মারহালার/জামাতের (স্তর/ক্লাস) শিক্ষার্থীরা। স্তরগুলো হলো: ইবতিদাইয়্যাহ (তাইসীর), মুতাওয়াসসিতাহ (নাহবেমীর),  সানাবিয়া (কাফিয়া), সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া) ও ফযীলত (মিশকাত)।

পরীক্ষা সারাদেশের ২২৭১টি মারকাজে হিফয-কিরাআতসহ ৭টি মারহালায় ৩,৪৯,৭৭৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র ১,৪৭,২১২ এবং ছাত্রী ২,০২৫,৬৪। সারাদেশে বেফাকভুক্ত প্রায় ২৯ হাজার মাদরাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ