সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

মহিপালে ছাত্রহত্যা: দুই আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর মহিপালে ছাত্রহত্যার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারা হলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পৌর কাউন্সিলর আমির হোসেন বাহার, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান উম্মে রুমা এবং জেলা যুবলীগের সদস্য এখলাছ উদ্দিন খোন্দকার।

বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিবর্ষণে আটজন  নিহত হন। এ ঘটনায় ৮টি হত্যা মামলাসহ ১৬টি মামলা হয়। ঘটনার পরদিন থেকে পলাতক ছিলেন  জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার। বুধবার রাতে তাকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান উম্মে রুমাকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া, দুপুরে শহরের মহিপাল এলাকা থেকে জেলা যুবলীগের সদস্য এখলাছ উদ্দিন খোন্দকারকে গ্রেফতার করা হয়।

ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, কাউন্সিলর বাহারকে আটটি হত্যা মামলা ও বাকি দুজনকে ফেনী থানার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ছাত্রহত্যার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ