সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বগুড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল লাইন অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীর সুখানপুকুর স্টেশনে আন্তঃনগর সব ধরনের ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে পৌণে ১টা দোলনচাঁপা পর‌্যন্ত আন্তঃনগর ট্রেন থামিয়ে লাইন অবরোধ করেন তারা। এতে ১৫ মিনিট ধরে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে অবরোধ তুলে নিয়ে ট্রেন ছেড়ে দেন তারা।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টায় এই স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে স্টেশনের সামনে রেললাইন অবরোধ করে এলাকাবাসী। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী দোলনচাঁপা কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর অবরোধকারীরা ট্রেনটিকে আটকে রাখে। এ সময় এলাকার কয়েকশ মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে রেললাইনের উপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় বক্তারা বলেন, সুখানপুকুর স্টেশন খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বছরখানেক ধরে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দফায় দফায় দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানাচ্ছি কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি ন্যায়বিচার করছে না। তাই আজ স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে অবরোধ করছেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবেন।

সুখানপুকুর স্টেশন মাস্টার আরাফাত হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তারা স্টেশন চত্বরে আন্তঃনগর ট্রেন থামিয়ে অবরোধ শুরু করেন। দোলনচাঁপা কমিউটার ট্রেনটি পঞ্চগড়-লালমনিরহাট অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সাথে সাথে ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। এসময় তারা সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ