বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমির মাওলানা খলীলুর রহমান নেছারাবাদীর সঙ্গে খেলাফত মজলিস নেতৃবেৃন্দের এক মতবিনিময় সভা বুধবার (১৬ এপ্রিল) রাতে মালিবাগস্থ খানকায়ে মুছলিহীনে অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের নেতৃত্বে খেলাফত মজলিস নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদাক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন ও মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া। আলোচনায় বৃহত্তর কল্যাণের লক্ষ্যে বিভেদ ভুলে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
এনএইচ