সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

দেশে সব মসজিদে আজ দেড়টায় জুমার নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সব মসজিদে একই সময় পবিত্র জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের সুবিধার জন্য একই সময় বেলা দেড়টায় (১.৩০টা) জুমার নামাজ আদায় করার জন্য এ আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এই আহ্বান জানানোর পর আজ শুক্রবার (১৮ এপ্রিল) প্রথম জুমা। দেশের সব মসজিদে আজ একযোগে দুপুর দেড়টায় জুমার নামাজ অনুষ্ঠিত হবে।

গত ১৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সই করা এক চিঠিতে বলা হয়, পবিত্র জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন করো। এ-ই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। এদিন বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে পবিত্র জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে বেলা একটায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে ১টা ৫০ মিনিটে পবিত্র জুমার নামাজ শুরু করতে দেখা যায়। চিঠিতে বলা হয়, সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারীরা (সফররত মুসল্লি) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূর করতে সারা দেশে সব মসজিদে মুসল্লিদের সুবিধার জন্য একই সময় বেলা দেড়টায় পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ