সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের চরকাই রেঞ্জের ঐতিহাসিক  দারোগা বাগানের  ৩ একর জায়গা জবরদখল মুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার  ( ২৫) এপ্রিল  দুপুরে  উপজেলার ভাদুরিয়া বিটের মাহমুদপুর  মৌজায় বিরামপুর চরকাই রেঞ্জ কর্মকর্তার  নির্দেশনায় ঐতিহাসিক দারগা বাগানের ৩ একর জায়গা জবরদখল মুক্ত অভিযান পরিচালনা করেন ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী। 

বন বিভাগ সুত্রে জানা যায় , চরকাই রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার  মাহমুদপুর মৌজায় ঐতিহাসিক  এই দারগা বাগানে ১৫০  বছর পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ থেকে ৩০০ টি উন্নত জাতের আম গাছ নিয়ে এসে রোপণ করেন নবাবগঞ্জ থানার তৎকালীন একজন  হিন্দু দারোগা । তখন থেকেই বাগানটি দারোগার বাগান নামে পরিচিত পাই। সেই বাগানে একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৩ একর জায়গা  জবরদখল করে কলার বাগন করে।সেখানে অভিযান চালিয়ে জবরদখল মুক্ত করে বন বিভাগ। 

জানতে চাইলে ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী  বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চক্র দারোগা বাগানের ৩ একর জায়গা  জবরদখল করে সেখানে কলার বাগান করেছিলেন। সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ একর জায়গা জবরদখল মুক্ত করা হয়েছে। বনের জায়গা উদ্ধার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে ভাদুরিয়া বিটের ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাত সহ বন বিভাগের সকল সদস্যরা সহযোগিতা করেন। দখলমুক্ত এসব জায়গায় বরাদ্দ সাপেক্ষে সামাজিক বনায়ন প্রজেক্টের মাধ্যমে হরেক প্রজাতির দেশি গাছের বাগান করা হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ