সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

পরীক্ষা শেষে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

রাজধানীর উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উত্তরার আজমপুরে বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। পরে সহপাঠীরা নাঈমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নাঈমের সহপাঠী শ্রী পল্লব কুমার শীল বলেন, তারা উত্তর হাই স্কুলের শিক্ষার্থী। সেখান থেকে তারা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজে। নাঈম কমার্স বিভাগের ছাত্র ছিল। আজকে নাঈমের ব্যবসায়িক শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী একটি বিআরটিসি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় উইমেন্স মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায় নাঈম। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও কৌশলে চালক পালিয়ে যান।

মুঠোফোনে নাঈমের মা মনোয়ারা বেগম জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে উত্তরা ১৪নম্বর সেক্টর পাকুরিয়া এলাকায় থাকে। তার ছেলে উত্তরা হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে সহপাঠীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ