সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহাসিক শাপলা চত্বর ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার বিচারসহ বেশ কিছু দাবি নিয়ে আগামীকাল (৩ মে শনিবার )রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শনিবার সকালে ৯টায় শুরু হবে সমাবেশটি। এতে বক্তব্য দেবেন শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা। 

এই মহাসমাবেশে সারাদেশ থেকে লাখ লাখ মুসল্লি ও জনসাধারণের জমায়েত হবে বলে ধারণা করা হচ্ছে।  দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার গাড়ি রাজধানীতে প্রবেশ করতে পারে আজ রাত থেকেই। 

উক্ত মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর যানজট রোধ করতে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসমাবেশ বাস্তবায়ন  উপকমিটি। সেই নির্দেশনায় ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত গাড়িগুলোর জন্য নির্ধারিত পার্কিং স্থান নির্ধারণ করা হয়েছে। 

  • চিটাগাং রোড, ডেমরা ও পোস্তগোলা হয়ে আগত গাড়িগুলো থাকবে দিলকুশা রোড, গোপালবাগ মাঠ সংলগ্ন রাস্তা, পল্টন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ এবং শহীদ মিনার সংলগ্ন রাস্তায়।
  • যেসব গাড়ি ৩০০ ফিট, টিঅ্যান্ডটি ও আদমজীপুর হয়ে আসবে, সেগুলো থাকবে আফতাবনগর ও ইস্টার্ন হাউজিং এলাকায়।
  • গাবতলী হয়ে আগত গাড়িগুলো পার্কিং করবে পুরাতন বাণিজ্য মেলার মাঠ ও মানিকমিয়া অ্যাভিনিউতে।

সিনিয়র মুরুব্বিদের গাড়ি থাকবে মাঠে নির্দিষ্ট জায়গায়, এবং অন্যান্য মুরুব্বিদের গাড়ি থাকবে কাকরাইল মসজিদ সংলগ্ন পার্কিংয়ে।

ট্রাফিক ও গাড়ি পার্কিং মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত আছেন :

১. মাওলানা মোর্শেদ সিদ্দিকী - মোবাইল: ০১৬৭৪-১৭৭৩৬৩

২. মাওলানা নেয়ামাতুল্লাহ আমিন - মোবাইল: ০১৬৮৮-২৩৮৭৭৭

৩. মাওলানা আব্দুল আল মাসুদ খান - মোবাইল: ০১৪০৬-০১৪৭০৭

৪. হাফিজ আজহারুল ইসলাম নোমানী - মোবাইল: ০১৯২১-৩৬৪৮৮৭

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ