সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় কানাডা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ নৌবাহিনী বিডিআর হত্যায় দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতা ২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ কামালকে প্রথম প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই: পররাষ্ট্র উপ‌দেষ্টা

শিক্ষার পাশাপাশি সামাজিক সংস্কারও জরুরি: মাওলানা সৈয়দ আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ.-এর সন্তান এবং জমিয়তে উলামায়ে হিন্দ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সৈয়দ আসজাদ মাদানী বলেছেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষা যেমন সমাজের জন্য অপরিহার্য, তেমনি সামাজিক সংস্কারও আমাদের জন্য অত্যন্ত জরুরি।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের কোলাপাড়ায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ‘সামাজিক সংস্কার ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসাটির শুরা কমিটির অন্যতম সদস্য ও ঢাকার আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল বাসেতসহ অন্যান্য বক্তারা।

বক্তব্যে মাওলানা মাদানী বলেন, যে ব্যক্তি নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, সে আল্লাহর হেফাজত ও আমানের মধ্যে থাকে। তিনি সংকট ও স্বাচ্ছন্দ্য—উভয় অবস্থায়ই আল্লাহর পথে ব্যয় (ইনফাক ফি সাবিলিল্লাহ)-এর গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবাইকে মানুষের উপকারে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি কুরআন ও হাদিসের আলোকে পিতা-মাতার হক আদায় এবং আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখা (সিলাতুর রাহিম)-এর প্রয়োজনীয়তা সম্পর্কেও মুসলমানদের স্মরণ করিয়ে দেন।

ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে মাওলানা মাদানী বলেন, জামিয়া মাদানিয়া কোলাপাড়া এ অঞ্চলের জন্য এক মহা নিয়ামত। শিক্ষকদের পরিশ্রম ও দায়িত্বশীলদের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ক্রমোন্নতির পথে এগিয়ে যাচ্ছে। মরহুম হাজী আশরাফ সাহেবসহ যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনও যুক্ত আছেন—তিনি সবার জন্য এটিকে সদকায়ে জারিয়া বলে উল্লেখ করেন।

মাওলানা মাদানীর আগমনকে এলাকাবাসী আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে বিবেচনা করে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ