১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ রক্তাক্ত সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করে। এ বিজয় ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার।
নেতৃদ্বয় আরো বলেন, আমরা শহীদদের রূহের মাগফিরাত কামনা করি এবং বিজয়ের এই দিনে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। একই সঙ্গে আমরা এই স্বাধীন বাংলাদেশে কোরআন-সুন্নাহভিত্তিক ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি, বৈষম্য ও জুলুমের অবসান কামনা করি।
জমিয়ত মনে করে, প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন দেশ থেকে অন্যায়-অবিচার দূর হবে এবং ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা পাবে।
আরএইচ/