শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

স্বাধীনতা সংগ্রামে ইমাম ও আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য : আবদুল্লাহ ইয়াহ্ইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান বিজয় দিবসে সকল শহীদ ও মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইমাম ও আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) খুলনার বাগমারাস্থ এম ইউ মিলনায়তনে "জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ" খুলনা মহানগরের উদ্যোগে "মহান বিজয় দিবসঃ স্বাধীনতা রক্ষায় ইমাম ও আলেম সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন,

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তিনি আরো বলেন, স্বাধীনতা রক্ষায় ইমাম ও আলেম সমাজের নৈতিক ও আদর্শিক অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ইমাম ও আলেম সমাজ জনগণকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেন এবং ন্যায় ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করেন। এ সময় বহু আলেম-উলামা নির্যাতনের শিকার হন এবং আত্মত্যাগ করেন। তাঁদের সেই আদর্শ অনুসরণ করেই আমাদের একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে।

উক্ত সভায় 'জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ, খুলনা মহানগর শাখার সভাপতি ও মারকাযুল উলূম খুলনার সিনিয়র মুহাদ্দিস মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে ও খুলনা মহানগর শাখার সেক্রেটারি ও খুলনা ছবেদাতলা জামে মসজিদের ইমাম মুফতী রকিব উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খুলনা বাগমারা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মানযুর আহমাদ, দারোগারভিটা বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী রবিউল ইসলাম রাফে, রাজাপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী জুনাইদ আহমাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা দারুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শফিকুল ইসলাম, শেখপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মুঈনুল ইসলাম, দারুল আরকাম মাদরাসার মুহতামিম মুফতী ইব্রাহিম খলীল, হরিণটানা মারকাযী জামে মসজিদের খতীব মুফতী হুমায়ূন কবীর, বাগমারা মসজিদে কুবার ইমাম ও খতীব মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতীব ও দায়িত্বশীলগণ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ