গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে বিপুল পরিমাণ মালামালসহ ঝুটের অর্ধশতাধিক ছোট-বড় গুদাম। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাতেও ড্যাম্পিংয়ের কাজ করে। বৃহষ্পতিবার বিকেলে মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার কাঁঠাল তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় ঝুটের ছোট বড় দেড় শতাধিক গুদাম রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হঠাৎ আরিফ মুন্সীর ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ফায়ার সার্ভিসের সারাবো স্টেশন, ডিবিএল স্টেশন ও ভোগড়া মর্ডাণ ফায়ার স্টেশনের আরো ৪টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। আগুনে বিপুল পরিমাণ মালামালসহ ঝুটের অর্ধশতাধিক গুদাম পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয় নি।
আরএইচ/