রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সরকারের বোধোদয় না হলে কঠিন কর্মসূচির পথে হাঁটবে ইসলামী আন্দোলন সিম ব্যবহারে নতুন নীতিমালা: ৪ দিন পরেই বাতিল অতিরিক্ত সিমকার্ড বরিশালে নতুন ব্যাচের নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ১০ নভেম্বর ভালোদের তুলে না আনলে অযোগ্যরা ওয়াজের মাঠ দখল করবেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে না যাওয়ার আহ্বান সালাহউদ্দিনের নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ : ফাওজুল কবির ইসলামিক রিসার্চ প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান জোটবদ্ধ হয়েও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, ইসিতে চিঠি দেশব্যাপী বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

বেন-গভিরের দাবি: গাজার ত্রাণ গুদামে হামলায় রিপাবলিকানদের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দাবি করেছেন, গাজায় "খাদ্য ও ত্রাণ গুদাম"-এ চালানো বোমা হামলাগুলোর প্রতি মার্কিন রিপাবলিকান নেতারা সমর্থন জানিয়েছেন।

বুধবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বেন-গভির জানান, তিনি ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে সিনিয়র রিপাবলিকান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পরই তিনি হামলার পক্ষে রিপাবলিকানদের সমর্থনের কথা জানান।

হিব্রু ভাষায় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, “গাজায় কীভাবে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে কীভাবে সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করতে হবে, সে বিষয়ে আমার অবস্থান স্পষ্ট। খাদ্য ও ত্রাণ গুদামগুলোতে হামলা চালানো উচিত—এ বিষয়ে রিপাবলিকান নেতারাও একমত হয়েছেন।”

তবে বেন-গভির তাঁর পোস্টে কোন কোন রিপাবলিকান নেতা উপস্থিত ছিলেন, তা স্পষ্ট করেননি। পরে তাঁর দপ্তর ইসরায়েলি সংবাদমাধ্যমকে জানায়, মার্কিন প্রতিনিধি পরিষদের তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদার সদস্য, কংগ্রেসম্যান টম এমার উপস্থিত ছিলেন।

টাইমস অফ ইসরায়েলজিউইশ নিউজ সিন্ডিকেট বেন-গভিরের দপ্তরের বরাত দিয়ে এমারের উপস্থিতি নিশ্চিত করেছে। অনুষ্ঠানস্থলের ভিডিও ফুটেজেও এটি প্রতীয়মান হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বৈঠকে উপস্থিত ছিলেন না—যা তাঁর আনুষ্ঠানিক সময়সূচি থেকেও নিশ্চিত হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ