বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


২০০০ মামলা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

enhanced-30447-1433332846-10 copyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মানহানি করার অভিযোগে দায়ের করা দুই হাজার মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

তাকে অসম্মান করা বা তার মানহানি করার অভিযোগে বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছিল। এরদোগান নিজের এই পদক্ষেপকে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বর্ণনা করেন। সাম্প্রতিক ব্যর্থ অভ্যুত্থানের পর বিদ্যমান পরিস্থিতিতে ঐক্যের অনুভূতিতে উদ্বুদ্ধ হয়ে  এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ‘ক্রমেই স্বৈরাচারী হয়ে উঠছেন’ বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ করলেও এই ঘোষণার মাধ্যমে ভিন্নমতাবলম্বীদের প্রতি উদারতার নিদর্শন দেখালেন তিনি।

সূত্র : বিবিসি বাংলা

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর