বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


সিরিয়ায় ব্যারল বোমায় নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

halabআব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম

সিরিয়ান বিমান বাহিনী হালাব শহরে ব্যারেল বোম বর্ষণ করেছে। এর ফলে নিহত হয় ১৫ জন।

বিদেশী সংবাদ সংস্থার তথ্যমতে, ২৮ আগস্ট সিরিয়ান সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় হালাবে নিহত হয় ১৫ জন। আহত হন আরো অনেকে। সিরিয়ায় কার্যরত মানবাধিকার সংস্থা জানায়, ব্যারেল বোমা প্রথমে একটা তাবুতে এসে পড়ে। যেখানে গত সপ্তাহে বিমান হামলায় নিহতদের নিয়ে শোকের মাতম চলছে সেখানে এই হামলার ফলে এবার আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সও পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সংস্থা জানায়, নিহত সবাই ছিলেন সাধারণ ও বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও আছে।

এখানে লক্ষণীয় হলো, গত ক’দিন আগেও এখানে এক বিমান হামলায় ১১ শিশুসহ ১৫ জন নিহত হন।

সূত্র: ডেইলি আসাস ডট কম


সম্পর্কিত খবর