বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


কুমিল্লা পল্লী বিদ্যুৎ কর্মচারীদের ৫ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা

kumillaবাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কর্মচারীরা।

বুধবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর (বিশ্বরোড) এলাকার কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর সদর দফতরের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দগণ বলেন, বর্তমানে কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন সমিতিতে কর্মরত প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার চুক্তি নবায়ন বাতিল ও চাকরি হারানোর আতঙ্কে রয়েছেন। পরে দুপুরে কর্মচারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রায় ১৫ মিনিটের অবরোধের ফলে মহাসড়কের দু'পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে পুলিশ অবরোধস্থলে এসে কর্মচারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন।

এফএফ


সম্পর্কিত খবর