মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


১১ মাস কারাভোগের পর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chobiআওয়ার ইসলাম: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তবে হয়ে ১১ মাস কারাভোগের পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ।

 মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম বিষয়টি মিডিয়াকে জানিয়েছেন।

অভিযুক্ত ওই তিন শিক্ষার্থী হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল।

তদন্তকারী কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ‘ওই ৩ ছাত্রের জঙ্গি সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই মামলা থেকে তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’

২০১৫ সালের ২৬ ডিসেম্বর রাতে জেএমবির নিহত কমান্ডার ফারদিনের সঙ্গে ওই তিন ছাত্রের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। পরে তিন ছাত্রের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ